
আর ১ দিন পরেই শুরু হচ্ছে "খুলনার আলোকচিত্র চর্চা : ইতিহাসের পথ বেয়ে" প্রদর্শনী
আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৩ দৃক পিকচার লাইব্রেরি খুলনা জেলায় আলোকচিত্র চর্চার ইতিহাস নিয়ে ৫ দিন ব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করেছে।
বাংলাদেশে আলোকচিত্র চর্চার ইতিহাস নিয়ে দৃকের একটি দীর্ঘমেয়াদি ও চলমান গবেষণার উপর ভিত্তি করে প্রদর্শনীটি সাজানো হয়েছে। এখানে প্রবীণ আলোকচিত্রী তুষার কান্তি রায় চৌধুরী, নুরুল হক লাভলু, সিমসন এস অধিকারী এবং সোহেল মাহমুদের ব্যাক্তিগত সংগ্রহ এবং রেটিনা ও অভিসার স্টুডিওর সংগ্রহশালা থেকে বাছাইকৃত ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে।

উদ্বোধন
বিকাল ৪:০০২৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রদর্শনী
২৫-২৮ ফেব্রুয়ারি ২০২৩
সকাল ১০:০০ - রাত ৮:০০
আর্ট গ্যালারি-২
জেলা শিল্পকলা একাডেমি, খুলনা
আলোচনা
২৫ ফেব্রুয়ারি ২০২৩
খুলনা ফটোগ্রাফিক সোসাইটি (কেপিএস)
২৬ ফেব্রুয়ারি ২০২৩
ইমেজ ঘর ফটোগ্রাফিক সোসাইটি (আইজিপিএস)
২৭ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিযে়শন, খুলনা শাখা
২৮ ফেব্রুয়ারি ২০২৩
খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন