
শোকবার্তা
তুষার কান্তি রায় চৌধুরী (১৯৩৭-২০২৩)
১৯৫৩ সালে ১৬ বছর বয়সে ডুফ্লেক্স বক্স ক্যামেরা দিয়ে খুলনা শহরে ছবি তোলা শুরু করেছিলেন তুষার কান্তি রায় চৌধুরী। ’৫৪-৫৫ সালের দিকে জনৈক যতীন বাবুর স্টুডিওর ডার্করুমে তাঁর কর্মজীবনের শুরু। যতীন বাবুর স্টুডিওতে তারাপদ নামের একজন টেকনিশিয়ান ছিলেন, যার কাছ থেকে তিনি ডার্করুমের কাজ শিখেন। পাশাপাশি তিনি বক্স ক্যামেরা, প্লেট ক্যামেরায় ছবি তুলতেন। পরবর্তীতে তিনি প্লাষ্টিকের আগফা ক্যামেরা, লিন্ডা ক্যামেরা, গেভারট ক্যামেরা ব্যবহার করেছেন।
তুষার কান্তি রায় চৌধুরীর বিশেষত্ব ছিল ছবি রিটাচিং ও ডেভেলপমেন্টের কাজে, যেটি ব্রমাইড ফিনিশিং নামে পরিচিত। তিনি ছবি প্রিন্টের পরবর্তী কাজের জন্য অপ্রতিদ্বন্দী ছিলেন। আর্টের প্রতি ঝোঁকের জায়গা থেকে তিনি সাদা কালো ছবির ওপর রঙের কাজ করার ব্যাপারটায় দক্ষ হয়ে ওঠেন। সিনেমা হলে বিরতির সময় প্রজেকশনে শাড়ির বিজ্ঞাপনে সাদা কালো ছবির ওপর শাড়ির ডিজাইন করা, বিবাহিত হিন্দু নারীদের ছবিতে রঙের কাজ করে সিঁদুর, টিপ একেঁ দেওয়ার কাজগুলো তিনি বিশেষ দক্ষতার সাথে করতেন। সাদা কালো ছবিকে কালারাইজেশন করার টেকনিক তিনি শিখেছিলেন যতীন বাবুর কাছ থেকে। এছাড়াও পুরনো ক্ষয়ে যাওয়া ছবি মেরামত করার জন্যও তার কাছে অনেকেই আসত। তিনি সেগুলো যত্ন করে ঠিক করে দিতেন ।
১৯৬০ এর দিকে তিনি ব্যবসায়িকভাবে ছবি তোলা শুরু করেছিলেন। তখনকার সময়ে যারা ছবি তুলতে আসতেন তাদের অধিকাংশই ছিলেন মূলত সৌখিন মানুষ ও পরিবার পরিজন। তিনি এই সময় আগফা আইসলেটেড ক্যামেরা ব্যবহার করতেন। ১৯৬৫ সালে তিনি অভিসার স্টুডিওতে কাজ করা শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ভারত যেতে বাধ্য হয়েছিলেন। যুদ্ধ শেষে তিনি দেশে ফিরে এসে আসেন এবং পুনরায় অভিসার স্টুডিওতে কাজ শুরু করেন। এইখানে প্রায় ১৫ বছর টানা কাজ করেছিলেন তিনি। ডার্করুমে ছবি ডেভেলপ করা, রিটাচ করা ও ছবির ডেভেলপমেন্ট নিয়ে নানা ধরণের নিরীক্ষামূলক কাজ করেছেন।
১৯৮৬-৮৭ সালের দিকে তিনি ‘কালার গোল্ড ল্যাব’ নামে নিজে একটি ফটোল্যাব প্রতিষ্ঠা করেন। বছর তিনেক পরে অসুস্থতাজনিত কারণে তিনি স্টুডিওটি বন্ধ করে দেন। পরবর্তীতে ১৯৯৪ সালে তিনি শিল্পরাজ স্টুডিও নামে আরেকটা স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন, ১৯৯৯ সালের দিকে তিনি স্টুডিওর মালিকানা আরেকজনের কাছে হস্তান্তর করেন।
তুষার কান্তি রায় চৌধুরী আজকে সকালে নিজ বাসভবনে পরলোকগত হয়েছেন। তার মৃত্যুর সাথে সাথে খুলনা জেলার আলোকচিত্র চর্চার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটলো।
দৃক পিকচার লাইব্রেরি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনায় জানাচ্ছে।
কাভার ছবিঃ প্রেমকানন, খুলনা, তুষার কান্তি রায় চৌধুরী, ১৯৬০।
