
প্রস্তুতি চলছে কার্টুনিস্টদের গাজা গণহত্যা বিরোধী প্রতিবাদী ও সংহতি প্রদর্শনীর।
ফিলিস্তিনের গাজা এলাকায় চলছে ইসরায়েলি গনহত্যা। এই নিষ্ঠুর হামলার বিরুদ্ধে বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশন ও দৃক পিকচার লাইব্রেরীর যৌথ-উদ্যোগে শুরু হতে যাচ্ছে একটি প্রতিবাদী ও সংহতিমূলক কার্টুন প্রদর্শনী আজ বিকেল ৫টায় ঢাকার দৃক গ্যালারীতে।
ইসরায়েলি গনহত্যার বিপক্ষে দাঁড়ানো ও মুক্ত ফিলিস্তিনের দাবীতে সোচ্চার হওয়ার দাবী নিয়ে আয়োজিত এই প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আগামী ১৪ নভেম্ভর ২০২৩, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
উদ্বোধনঃ ১১ নভেম্বর ২০২৩, বিকেল ৫টা
১২-১৪ নভেম্বর ২০২৩, বিকেল ৩টা থেকে রাত ৮টা
ঠিকানাঃ
দৃক গ্যালারি, লেভেল ২, দৃকপাঠ ভবন
১৬ শুক্রাবাদ, পান্থপথ, ঢাকা
#FreePalastine #cartoonexhibition #drik #bangladeshcartoonistassociation #endisraeliviolence #genocide #Dhaka #Exhibition #art #events #Bangladesh #StandwithPalestinians