শুরু হলো ‘খুলনার আলোকচিত্র চর্চা: ইতিহাসের পথ বেয়ে’

শুরু হলো ‘খুলনার আলোকচিত্র চর্চা: ইতিহাসের পথ বেয়ে’



আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৩, বিকেল ৪টার সময় জেলা শিল্পকলা একাডেমি - খুলনাতে ‘খুলনার আলোকচিত্র চর্চা: ইতিহাসের পথ বেয়ে’ শিরোনামে একটি আলোকচি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলার প্রবীণ আলোকচিত্রীগণ, খুলনা ফটোগ্রাফিক সোসাইটি (কেপিএস), ইমেজ ঘর ফটোগ্রাফিক সোসাইটি (আইজিপিএস), বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, খুলনা শাখা, এবং খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ এবং দৃকের পক্ষ থেকে ড শহিদুল আলম   

ঊনবিংশ শতাব্দীর আলোকচিত্র বাংলাদেশে আলোকচিত্র চর্চার বৈচিত্র্যময় ইতিহাসের অংশ। অগ্রপথিক আলোকচিত্রীদের অনবদ্য শৈল্পিক কাজের উদাহরণ। আমাদের সামাজিক ইতিহাসের সাক্ষী। সর্বোপরি আমাদের দৃশ্যমান বা চাক্ষুষ সাংস্কৃতিক ঐতিহ্যের (visual cultural tradition) অবিচ্ছেদ্য অধ্যায়। বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের (conservation of cultural tradition) ক্ষেত্রে ঐতিহ্যের এই অধ্যায়কে উপেক্ষা করা হয়। মোগল বা ব্রিটিশ আমলের প্রাসাদ, মসজিদ বা জমিদার বাড়ির মতো বিভিন্ন শাসনামলের স্মারক হিসেবে চিহ্নিত ঐতিহাসিক স্থাপত্যকর্ম সংরক্ষণই সরকারি ও বেসরকারি উদ্যোগের মূল মনোযোগ আজ অব্দি।

1678183332DSC044531101.jpg

Photo: Habibul Haque/Drik

1678183332DSC04775.jpg

Photo: Habibul Haque/Drik

1678183332DSC04772.jpg

Photo: Habibul Haque/Drik

1678183332DSC04961.jpg

Photo: Habibul Haque/Drik

1678183332DSC05220.jpg

Photo: Habibul Haque/Drik

1678183332DSC05064.jpg

Photo: Habibul Haque/Drik

আলোকচিত্রের এই অলিখিত ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই দেশের মানুষের দৃশ্যমান বা চাক্ষুষ স্মৃতি (visual memory), এই স্মৃতি সংরক্ষণ ও লিপিবদ্ধ করার তাগিদ থেকে দৃক পিকচার লাইব্রেরি ২০১৭ সালে একটি মৌখিক ইতিহাস ভিত্তিক গবেষণার উদ্যোগ গ্রহণ করে। এপর্যন্ত ৬টি জেলাসদর, তথা, খুলনা, বগুড়া, মানিকগঞ্জ, যশোর, রংপুর ও রাজশাহীতে আলোকচিত্রের ইতিহাস সম্বন্ধে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিটি জেলায় আমরা আলোকচিত্রীদের জীবন ইতিহাস, অর্থনৈতিক সাফল্য ও সংগ্রাম, আর তাঁদের তোলা ছবির গল্পগুলো জানতে চেষ্টা করেছি।

খুলনা জেলা শহরের আলোকচিত্র চর্চার ইতিহাস সম্বন্ধে আমরা যৎসামান্য যা জানতে পেরেছি, তার ভিত্তিতেই সাজানো হয়েছে এই প্রদর্শনী। এই প্রর্দশনীতে খুলনা শহরে আলোকচিত্র চর্চার দীর্ঘ ইতিহাসের যাঁরা অগ্রপথিক বিমল কুমার দে, তুষার কান্তি রায় চৌধুরী, নুরুল হক লাভলু, সিমসন এস অধিকারী, সোহেল মাহমুদ, আব্দুল বাদি টুলু এবং রেটিনা ও অভিসার স্টুডিও সংগ্রহ থেকে বাছাইকৃত ছবি অন্তর্ভুক্ত করা হয়েছেপ্রদর্শনটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা অব্দি আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।  ।



2022 ©Drik, Design & Developed by Decode Lab