
তারা যুক্তিবাদী, আমরা আধ্যাত্মিকঃ ঔপনিবেশিক ও জাতীয়তাবাদী পরিচয় নির্মাণের সংকট
জাতীয়তাবাদী পরিচয় নির্মাণ সম্পর্কিত হালের বয়ানকে চিন্তা ও দর্শনের ইতিহাসের নিরিখে যাচাই করা জরুরি। ঔপনিবেশিক পরিচয় থেকে জাতীয়তাবাদী পরিচয়ে উত্তরনের ভিত্তিমূলগুলো খতিয়ে দেখার পাশাপাশি যুক্তিবাদ বনাম আধ্যাত্মবাদ, ভাষাগত পরিচয় বনাম ধর্মীয় পরিচয় ইত্যাদি যেসকল ক্রীড়ানক পরিচয় নির্মাণের রাজনীতি ও দর্শনের সাথে যুক্ত তার ঔপনিবেশিক উত্তরাধিকার এবং বর্তমান জাতীয়তাবাদী বয়ানে তার রুপায়নকে পরিপ্রেক্ষিতগত বিবেচনার মাধ্যমে স্পষ্ট করা এই আলোচনার অন্যতম উদ্দেশ্য।
এই আলোচনাটি মূলত দুটো প্রশ্নকে কেন্দ্র করে আবর্তিত হবে:
১। ঔপনিবেশিক পরিচয় নির্মাণের যুক্তি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো?
২। জাতীয়তাবাদী পরিচয় নির্মাণ সম্বন্ধীয় পদ্ধতি এবং তথ্য-উপাত্ত কিভাবে ঔপনিবেশিক জ্ঞানকান্ড দ্বারা প্রভাবিত?
আলোচক ড. সৈয়দ নিজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও সমাজবিজ্ঞান উভয় বিষয়ে স্নাতক। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে গাণিতিক যুক্তিবিদ্যায় স্নাতকোত্তর অধ্যয়ন সম্পন্ন করেন। বিউপনিবেশিত জ্ঞানকাণ্ড নির্মাণ তার অন্যতম দার্শনিক প্রকল্প। গবেষণা করেছেন যুক্তিবিদ্যা, ভাষাদর্শন, নন্দনতত্ত্ব এবং বিউপনিবেশিত বিশ্ববিদ্যালয় বিষয়ে। বর্তমানে এই অঞ্চলের যুক্তিতত্ত্বকে গাণিতিক ক্যালকুলাসে রূপান্তরের কাজ করছেন। ইতিমধ্যে নব্যন্যায়-যুক্তিতত্ত্বকে গাণিতিক ক্যালকুলাসে রূপান্তর করেছেন এবং বৌদ্ধ যুক্তিবিদ্যা, চতুষ্কটি, নিয়ে ক্যান্টরবেরি বিশ্ববিদ্যালয় থেকে পিএচইডি গবেষণা সমাপ্ত করেছেন। পাশাপাশি 'বিউপনিবেশিত জ্ঞানকাণ্ড নির্মাণ' প্রকল্পকে একটি আন্দোলনে পরিণত করার চেষ্টা করছেন। প্রকাশিত গবেষণাগ্রন্থ 'ভারতশিল্পের উপনিবেশায়ন ও সুলতানের বিউপনিবেশায়ন ভাবনা (২০১৭), বিশ্ববিদ্যালয় উদ্ভব, বিকাশ ও বিউপনিবেশায়ন (২০১৮)।
আলোচকঃ ড. সৈয়দ নিজার, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সঞ্চালকঃ অলিউর সান
তারিখ: ১৫ই মার্চ, ২০২৩
সময়: সন্ধ্যা ৬টা
স্থান: ভবনতল - ৮, দৃকপাঠ ভবন
আলোচনাটি সকলের জন্য উন্মুক্ত।
Published: March 13, 2023
Recent News
-
তারা যুক্তিবাদী, আমরা আধ্যাত্মিকঃ ঔপনিবেশিক ও জাতীয়তাবাদী পরিচয় নির্মাণের সংকট
Published: March 13, 2023
-
শোকবার্তা: তুষার কান্তি রায় চৌধুরী (১৯৩৭-২০২৩)
Published: March 11, 2023
-
আর ১ দিন পরেই শুরু হচ্ছে "খুলনার আলোকচিত্র চর্চা : ইতিহাসের পথ বেয়ে" প্রদর্শনী
Published: March 11, 2023
-
দৃক গ্যালারীতে প্রদর্শনী "খুলনার আলোকচিত্র চর্চা : ইতিহাসের পথ বেয়ে"
Published: March 9, 2023
-
Grant Programme: Photojournalism in the margins
Published: March 9, 2023
-
Tokenizing Marginal Identities
Published: March 3, 2023